‘ধ্রুবতারা হয়ে রও’
হাফিজুল হক
(ড: জাফরুল্লাহ চৌধুরী’কে নিবেদিত কবিতা)
কাকে বলবো, কে বুঝবে দুঃখের কথা?
অমানিশা কেটে হবে উজ্জ্বল ভোর?
ওখানে কে দাঁড়াবে বুকে নিয়ে জোর?
কার কায়া হবে সত্যের হাতিয়ার,
দ্ব্যর্থহীন কন্ঠ অশেষ আধার প্রেরণার?
নাহ্, বড় খেয়ালী, অভিমানী তুমি!
কেন বোঝোনি? বলো তো,
যারা বিগত, তাদের যা অসমাপ্ত,
আর যারা আছে, তাদের স্বপ্নের ফলন-
তোমার যে ছিলো বড় দরকার!
নাহ্, তুমি চলেই গেলে অভিমানে এমন,
আমাদের স্বপ্ন হলো শ্মশান ছারখার!
কে আছে? প্রস্তুত কি আছে কেউ-
কিচ্ছু তোয়াক্কা না করে হবে আগুয়ান,
হৃদয়ে তোমার ছবি নওজোয়ান,
জাগাবে এক নতুন সকাল?
নাকি অবিরত এক অসহ্য অধ্যায়:
ভেদ-বিভেদে আমাদের ধ্বংসের কাল?
এমন করে ছেড়ে গেলে কিজন্য?
শূণ্যতা কী করে সামলাবে এ প্রজন্ম?
তবুও আশা, তুমি ধ্রবতারা হয়ে রও,
অমরত্বে সহস্র আশাহীনে জীবন জাগাও!