৬২ বার পড়া হয়েছে
ধোঁকা
মায়া পারভীন
তিন কাপড়ে পুরুষ বিদায়,
পাঁচ কাপড়ে নারী,
কিসের এত বাড়াবাড়ি,
কিসের ছলচাতুরি।
কিসের জন্য অন্যের হক,
করছি কাড়াকাড়ি,
কিসের জন্য নিত্য
এতো করছি বাহাদুরি।
কিসের জন্য নিজের রক্ত
দিচ্ছি দূরে সরে,
কিসের জন্য জায়গা জমি
নিচ্ছি নিজের করে।
এই দুনিয়ার লোভ লালসা,
শয়তানেরই ধোঁকা,
শয়তানেরই ফাঁদে পরে
হচ্ছি মোরা বোকা।
কেউ হবে না সঙ্গের সাথি
আমলনামা ছাড়া,
অন্ধকার ঘরে জ্বলবে বাতি
থাকলে সাথে ভাড়া।