১) বন্ধুও নই শত্রুও নই
আমি কারো বন্ধুও নই
শত্রুও নই
শুভাকাঙ্খী বটে!
সবারই আমি মঙ্গল চাই
বুদ্ধি-শুদ্ধি
নাইবা থাকুক ঘটে।
দিবা রাত্রির পার্থক্যটা
একটু হলেও বুঝি;
মায়া মমতায় জড়িয়ে
পড়লেও
আত্ম সম্মান খুঁজি!
দুইয়ে দুইয়ে যোগ গুণনে
পাঁচ
বলি না বলি সদা চার;
তবুও কিন্তু ভাগ্যচক্রে
মানতে
হয় অনেক সময় হার।
০৯.০৪.২১ইং
২) মনের দুয়ার খোলা আছে
কখনো যদি হৃদয় পুড়ে
তখনই না হয় যাবে ঘুরে।
বলবে না সে এখনই এসো
গা ঘেঁষে তার একটু বসো।
মনের দুয়ার খোলা আছে
এলেই কিন্তু পাবে কাছে।
বাঁধা নিষেধ মোটেও নাই
ভাবতে পারো আপন তাই।
মানুষ কিন্তু খারাপ নয়,
ভালোবাসায় যে উন্মুখ রয়।
০৯.০৪.২৩ইং
৩) নিজকে যতই সলিড ভাবো
মুখে যতই বড় বড় বুলি
আওড়াও
আর
পণ্ডিতের মত কথা কও;
তুমিও কিন্তু অনেকের
কাছেই
ঠিক ততটা ভালো নও।
ভাণ্ডে তোমার যা আছে
আজ
হয়তো
তা অনেক জনেরই নাই,
আবার অন্যের ভাণ্ডের
মাল-মশলা
কখনো
কি তোমার ভাণ্ডে পাই?
নিজকে যতই সলিড ভাবো
আসলে
কিন্তু ততটা সলিড নও;
সলিড নামে রং-বেরঙের
মুখোশ পড়ে
তাইতো
দেখি সঙ সেজে আজ রও।
১৩.০৪.২৩ইং
৪) আসুন আরো ভালো হই
আসুন আরো ভালো হই
সত্য কথা সবাই কই।
সৎকর্ম সদাই করি
সত্য পথের ধব্জা ধরি।
ভুলি দেয়া ফাঁকিঝুঁকি
নিজের ক্ষতি নিজেই রুখি।
ধৃষ্টতা আর ওই শঠতা
যাই ভুলে সব বর্বরতা।
অন্যায় এবং অবিচার
করবো না কেউ কখনো আর।
খাবো না কেউ সুদ-ঘুষ
দেবো না কাউকে মিছে দোষ।
মানবতা ও পরোপকার
আজীবন করবো সবার।
করবো না কেউ বাটপারি
গাইবো না গীবতের জারি-সারি।
বিনা দক্ষিনায় বিলাবো জ্ঞান
কর্ম বিনে কিসের ধ্যান?
এসব হোক সবার ব্রত
মানুষ হতে চাই মানুষের মতো।
০৬.০৪.২৩ইং