২৯৭ বার পড়া হয়েছে
দূরত্ব
মারজিয়া পপি
হৃদয়ের খুব কাছে রেখেছিলাম তোমায়,
এক আকাশ দূরত্ব বাড়িয়ে মুখে না বলেও বুঝিয়ে দিয়েছো,
আমাদের সম্পর্ক শুধুই একটা নাম মাত্র।
তাতে কোনো মায়া নেই কোনো টান নেই। তবুও,
টানহীন সম্পর্ক বয়ে বেড়াই ছাদহীন ঘরের মতো৷
টুপটাপ বৃষ্টি পড়ছে ঘরের চালায়,
সব ভিজে ভেসে যাচ্ছে জলে৷
যেভাবে চোখের জলে ভেসে যাও তুমি দূর থেকে বহুদূরে৷
যোগাযোগ কমতে কমতে,
একটা সময় বিচ্ছিন্ন হয়ে সম্পর্ক হয় নিশ্চিহ্ন৷
তবুও যেন ভালোবাসা রয়ে যায় মনে,
অপেক্ষায় নতুবা আক্ষেপে৷
রয়ে যায় স্মৃতিতে৷