৬৫ বার পড়া হয়েছে
দীর্ঘশ্বাস
শামরুজ জবা
পড়ে আছে আকাশ একা
সীমানাহীন অন্ধকার,
নীরব-নিথর মাটির বুকে
শব্দবিহীন হাহাকার!
ব্যথার ফাঁদে বন্দিনী চাঁদ
বুকের ভাঁজে দীর্ঘশ্বাস,
সবুজ ঘিরে ফুল- ফসলে
কুহেলিকার উপহাস!
ঝরছে পাতা শাখা থেকে
কেউ রাখে সেই খবর,
কত হাসি চোখের পাতায়
কান্না জলে দেয় কবর!
এই পৃথিবী চলছে শুধুই
স্বার্থবাদের ব্যঞ্জনায়,
মহাকালটা সাঁতার কাটে
রক্ত নদীর মোহনায়।
যাচ্ছে তবু কালের চাকায়
সময় ছুটে ঊর্ধ্বশ্বাস,
নিঃসঙ্গতায় বুকের ভেতর
আমার জমে দীর্ঘশ্বাস!