দার্জিলিং কবিতা উৎসব অনুষ্ঠিত।
|| দার্জিলিং থেকে খান আখতার হোসেন ||
আজ ২৩/৯/২৩ বিকেলে দার্জিলিং ম্যালে বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্র ঢাকা ও জাতীয় কবিতা পরিষদ কলকাতা আয়োজিত দার্জিলিং কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় কবি অরুণ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার মিজান শেলী।
চারদেশীয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় সম্মেলন। অনুষ্ঠানে ভুটান থেকে অতিথি ছিলেন ড. ভগত ভাণ্ডারী, নেপাল থেকে বিশ্ব উৎপ্রিতি, ভারত থেকে শাকিল আহমেদ ও বাংলাদেশ থেকে লুৎফর চৌধুরী।
সম্মেলনে ভারতীয় কবি অরুণ চক্রবর্তী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কবি রহমান শেলী।
সম্মেলনে অংশ নেন অধ্যক্ষ খান আখতার হোসেন, ড.শাহনাজ পারভীন, মঈন মুরসালিন, শামীম আরা, নেপালের স্নাস সয়ামী, আমিরুল ইসলাম মুকুল, ড. নারায়ণ খানম, ওলিতাজ মনি, আনোয়ার কামাল, নেপালের রাজেন্দ্র সালাব, নেপালের বিধান আচার্য্য, রহমান শেলী, নেপালের বিশ্ব উপ্রিতী, মধুসূদন মিহির প্রমুখ।
অনুষ্ঠান শেষে ঘুরে ঘুরে দার্জিলিং সৌন্দর্য উপভোগ করেন কবিরা।
অনুষ্ঠানের আয়োজক ছিলো বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্র ঢাকা ও জাতীয় কবিতা পরিষদ কলকাতা।