তোফাজ্জল একটি ভাতের নাম
কাউছার জাহান লিপি
সাদা সাদা জুই ফুলের মতো ফুটে আছে ভাতগুলো
খুদার্তই কেবল জানে এর স্বাদ
আর তোফাজ্জল জানে এর দাম;
অন্ন বস্ত্র বাসস্থান
এই মৌলিক অধিকারগুলো
বিধাতা দিয়েছেন বিলিয়ে
অমানুষগুলো একটু একটু করে নিয়ে যাচ্ছে ছিনিয়ে।
রাষ্ট্র হলো মাখাল ফল
ভিন্ন ভিন্ন সুরে কর শুধু ছল।
আজ ভাত খেতে ভাবছিলাম
এই সেই ভাত
এই সেই ভাত!
যা খেতে দিয়েছিল সর্বোচ্চ বিদ্যাপিঠের মেধাবী ছাত্ররা অসহায় তোফাজ্জলকে।
আহা বাছা মার খেতে নিশ্চয় জলও খেতে চেয়েছিল
অথবা কারো চোখে চেয়ে একটু দয়া ভিক্ষা চেয়েছিল।
এখানে অর্ধ শতাধিক মেধাবী অমানুষ ছিল
সবাই রাবণের মতো অট্টহাসি হেসেছিলো,,,,!
আহা বাছাধন!
কে কার জম দুত কাঁধে নিয়ে ঘুরে
তা কেউ বুঝে-না।
মা নেই বাবা নেই ভাই নেই বোন তাঁর হত্যার কে বিচার চাইবে
না কি নরপশুগুলো দাঁত বের করে
বিজয়ের হাসি হাসবে।