তেঁতো পাষাণের বর্তমান
গ ম কাউসার আলী
দাম্পত্য জীবন সংকুচিত বিষাক্ত ভঙ্গুর
বিস্তারিত হৃদয় ভালোবাসায়
অনাদর সন্দেহ নির্ণীত অবক্ষয়,
অবাঞ্চিত রঙিন ঠোঁট
উত্থান রহিত এ উঠোন
দূর্ভাগ্যপীড়িত পুষ্পহীন উদ্যান
অস্থায়ী উষ্ণাবেগ সন্ত্রাসী মৈথুনে পরাগায়ন
সংসার বিবাগী বেপুথ বৈরাগ্য জীবন
মধুর সম্পর্কে নিত্যনতুন টানাপোড়েন।
ক্রমান্বয়ে নিরাপত্তাহীন বসতজমিন
প্রশ্নবাণে জর্জরিত স্বাধীনতা রঙহীন
ইতিহাসের অতলে বিস্মৃত উৎসব পার্বণ
প্রাগৈতিক সভ্যতা পাতাল গমণ।
ঋতুরা জরাজীর্ণ
অনিমেষ স্বপ্নহারা
গর্ভবতী নদী প্রসব বেদনায় ক্লান্ত
হাতকড়ায় আটকানো ঘুমন্ত যৌবন
নগর ফেরিওয়ালা দেখে অপরূপের কীর্তন!
ক্ষমতার আইডি কার্ড গলায় ঝোলানো
একজনের ভেতর লুকায় অন্যজন
কুমারীত্বের ক্যানভাসে আকুতির কণ্ঠ
নিরাপত্তা নিরব হাতের মুঠোয় মৃত্যুর সমন।
// সিডনি অষ্ট্রেলিয়া
মঙ্গলবার দুপুর : ০১.৫৫ মিনিট।