তুমি বরং
শেখ মনিরুজ্জামান শাওন।
তুমি বরং
আমার মতো করে, আমাকে ভালোবাসি বলে “হ্যাঁ” বলে দাও।
তাহলে তোমার হৃদয়েও, আমার মতো করে সুখ অনুভব হবে।
শরতের আকাশে সাদা মেঘের ভেলায়,
আমার মতো করে উড়ে উড়ে ঘুরতে পারবে।
রাক্ষুসে গিলে খাওয়া চন্দ্রালোকে, মায়ার ফাঁদে নিমজ্জিত হয়ে,
কফির কাঁপে চুমুক দিতে দিতে পার করে দিতে পারবে অনায়াসে অযুত বিবর্ণ রাত।
গুন্মলতার মতো অট্টালিকা বেয়ে বেয়ে বাড়তে থাকবে, অন্যরকম ইচ্ছেগুলো।
হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো বাজাতে পারবে, মহিনী সুর- তোমার গহিনে।
তুমি বরং আমার মতো করে আমাকে ভালোবাসি বলে “হ্যাঁ” বলে দাও।
তাহলে সরীসৃপের মতো খোলস বদলাতে হবে না আর…
দেয়ালের প্লাষ্টারের মতো একটু একটু করে খসে পড়তে হবে না যাপিত জীবনে।
এটা নাই, ওটা নাই, কেন নাই, কিসের জন্য নাই বলে বলে,
গগন বিদারি চিৎকার তুলে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে না পৃথিবীকে।
তুমি বরং আমার মতো করে আমাকে ভালোবাসি বলে “হ্যাঁ” বলে দাও।
তাহলে তুমি স্থির হবে, নির্মল হবে।
কুহকী হবে, ঈশ্বর প্রেমে মনোযোগী হবে, ফায়েজের তাজ্জাল্লী পাবে।
তুমি বরং আমার মতো করে আমাকে ভালোবাসি বলে “হ্যাঁ” বলে দাও।
নির্ভরতার পূর্ণ গোধূলি পাবে, স্বাধীন বাংলার বর্ণমালা পাবে
খুব পরিপাটি একটা বেডরুম।
তুমি বরং আমার মতো করে, আমাকে ভালোবাসি বলে “হ্যাঁ” বলে দাও
তাহলে তুমি আমার মতো করে আমার একটা “আমি” পাবে।