তুমি এলে
আল আমিন সরদার
তুমি এলে বৃষ্টি নামে পাখিরা গান গায়।
তুমি এলে নববধু আনন্দে দিন কাটায় ।
ফুলগুলোও অভিমানী করছে সঙ্গে আড়ি।
না পেলে তোমার ছোঁয়া ফুটবে না যে কলি।
মেঘমালা নীল আকাশে ঘুরছে দেখ বেশ।
তুমি এলে বৃষ্টি নামবে শান্ত হবে দেশ।
কৃষকেরা মাঠে আছে তীব্রতাপ দ্রাহ।
তোমার হাসিতে ক্লান্তি দুর অন্তিম শান্তি রুহ।
ঘর কন্য মেয়ে তুমি রূপের ঝংকার।
ওই হাসিতে পদ্ম ফুটে আছে অলংকার।
তোমার রূপে প্রজাপতি লাজে ঢাকে মুখ।
তোমার দেখা একটু পেলে হৃদয়ে নামে সুখ।
গুণবতী কন্যা তুমি দূর দেশেতে থাকো।
আবার তুমি আসবে কবে অপেক্ষাতে রাখো।
এই হৃদয়ে তোমার কথা নিত্য রোজী ভাবি।
অবসরের শুধু আমি তোমার ছবি আঁকি।
রচনা : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন, রাজশাহী।