তুমি আসবে বলে
শারমিনা ইয়াছমিন
তুমি আসবে বলে সীমাহীন খুশির স্রোতে স্রোতে ভেসেছি,
লুকিয়ে লুকিয়ে সুখ চাদর জড়িয়ে মৃদু মুচকি মুচকি হেসেছি।
হেলে দুলে নৃত্য তালে আনন্দ মনে গুন গুন গান গেয়েছি,
আনমনা হয়ে নীল স্মৃতি ছুঁয়ে ছুঁয়ে স্বপ্নের রাজ্যে ঘুরেছি।
তাড়াতাড়ি কাজ শেষ করে তোমার অপেক্ষাতে প্রহর গুনেছি,
লাল নীল শাড়ি পড়ে, হাতে চুড়ি কপালে টিপ দিয়ে সেজেগুজে বসেছি।
অপেক্ষার প্রহর শেষে তুমি এলে আমি আত্মহারা ব্যাকুল হয়েছি,
অঝোর খুশির বৃষ্টিতে দু-হাত ছড়িয়ে মুগ্ধ মনে ইচ্ছে মতো ভিজেছি।
কৌতূহলপূর্ণ স্থির স্নিগ্ধ লোচন দৃষ্টিতে নিরীক্ষণ করেছি।
তুমি কাছে ডাকলে না ভালবাসলে না নিরবে শুধু কেঁদেছি।
সীমাহীন ব্যথাদীর্ণ আঘাতে হৃদয় ক্ষত-বিক্ষত শত কষ্ট সয়েছি,
শত অপেক্ষার পরে যাতনার তরে ভালবাসার প্রতিদান পেয়েছি।
বিচ্ছেদের বুকভাঙা ক্রন্দন ধ্বনিতে চিত্ত টন টন করেছে,
কষ্টের অসহ্য যাতনায় উৎফুল্ল মন ভেঙে চুড়ে খান খান হয়েছে।
ডানা পোড়া পতঙ্গের মতো মন যন্ত্রণা অনুশোচনায় পুড়েছে,
বিরহ ব্যথায় ম্লান নিরব বেদনা চোখের কালো তাঁরায় বাসা বেঁধেছে।