তুমি
তসলিমা হাসান
কে তুমি ?
অলক্ষ্যে লক্ষ্য করো আমায়
বিষন্ন সন্ধ্যায় যাপিত যন্ত্রনা
মেপে নি চোখের ধারায়
তুমি ছুঁয়ে দাও আমার যন্ত্রনার ফোঁটা।
কে তুমি ?
আমার নিস্তব্ধ নির্ঘুম পৃথিবীর
এক বাগ্ময় সত্তা
তোমার অনুপস্থিতি আমাকে করে
ভাষাহীন, আকাশ করে বিবর্ণ,
বর্ণমালা রা হয় অদৃশ্য।
বলো কে তুমি ?
জীবনের সব অস্তিরতাকে
এক লহমায় শান্ত করো
অসম্ভব মুখরতায় আমার
বিষাদের পাথরকে চূর্ণ করো
আবার পলকে যন্ত্রনায় করো লীন…!
তোমার উপস্থিতি প্রতিক্ষণ টের পাই
অথচ কি যেন অভাব বিক্ষুব্ধ দিনরাত
শুধু বলে অপেক্ষা…!
কে তুমি এমন হরন করলে
আমার দিন রাত সুখ দুঃখের
প্রতিটি মুহূর্ত
বৃক্ষ যেমন ছায়ায় লুকায়
তপ্ত মাটির আঁচল।
___________
তসলিমা হাসান
কানাডা, ১৪-০৭-২০২৩