কবিতাগুচ্ছ:
তাহেরা আক্তার
সুইসাইড নোট
এই যে তুমি নিরব খুনি বুকে তুলো ঝড়-
তোমার ঘাতক হাসি আঘাত হানে বুকের-ই-উপর।
ঠোঁটের কোনে প্রেমে পড়ার মন্ত্রটা যেই পুষো;
আমার দুষ্টু হার্টের বিট বেড়ে যায় দেরশো থেকে দুশো!
মিষ্টি মাখা ঐ চোখেতে যে দিক পানেই তাকাও-
আমার কথায় ইর্শা করে ঠোঁটটা কেনো বাঁকাও!
তোমার শুষ্কতার খরতাপেতে শুকিয়ে মনের ভৃমি;
সুই-সাইড নোটে থাকবে লেখা তুমি আমার খুনি।
আঁধার নীশিতে বসে থাকা প্রতিক্ষা শুধুই তোমার-
দীর্ঘ রজনী একাই জাগি ঘুম আসে না আমার!
কোলাহলময় ত্রিভূবনে দূরে তুমি থাকো,
ছলনার হাসি মেখে আমায় কেনো ডাকো?
আলতো ছোঁয়া মায়ার চোখেতে নতুন স্বপ্ন বুনি-
কল্পনাময় আশার রাজ্যে বাস্তবিকই আমি।
নোলক কানের দুল
পূর্ণ রাতের ছায়ায় ঘেরা চাঁদনী মাখা মুখ-
ঠোঁট দু’খানি রক্তে রাঙ্গা লাজে যে টুকটুক।
হস্তে তাহার কাঁচের চুরি কানে সোনার দুল,
সে যে গায়ের কৃষণির মেয়ে চিনতে নাহয় ভুল৷
গহনা তাহার সয় না গায়ে রুপ যে করে টলমল;
স্বর্গের সুন্দরী অপ্সরী যেনোগো করছে ঝলমল!
রূপ-মুখরা দেখে তাহার মনেতে সুখ ধরে,
দশ্যি ছেলেরা পথের কোণেতে তাহারই গান করে৷
রুপের মাঝে সবার সেরা খোদার অশেষ দান;
গ্রাম্য কিশোরীর প্রেমে পড়েছে এই যে আমার প্রাণ!
সে যে এক জীবন্ত পুতুল-আদর ফরমাশ করে মাটির পুতুল লয়ে;
কোনটা যে পুতুল,কোনটা যে নয় নির্ঘাত ভুল হয়ে!
নামটি তাহার জানি নাকো পড়নে তাহার শাড়ি,
কেউ বা এসে নামটি বলো অপেক্ষায় রইয়াছি তারি।
তার সাথে মোর থাকতো যদি একটু পরিচয়-
শিখিয়ে দিতাম তাহারে আমি প্রেম কাহারে কয়!
নিয়ে যেতাম তারে আমি দূর বনের ঐ মূল;
বাতাসেতে দুলছে তাহার নোলক কানের দুল!
আমার তো আর হবে না যাওয়া বাঁকা পথ ধরে,
রূপসী সাজিয়ে আপন করে পেতাম যদি তারে।
আঁখি বাচন
ফিরিয়াছে বসন্ত ফাগুনের নিশি,
দিবালোকে একা বসে প্রতিক্ষা শুধুই তোমারি।
নিশিরও কানন জুড়ে ভ্রমর বিনা তুলবে সুর;
তোমাতে মিশে,তোমারি তবো হয়ে চাই নিতে সুখ সুমধুর।
সঞ্চিত প্রেম জাগে হৃদয়ের হুংকারে-
মিলনের পদ্মপত্র ফোটে বসন্তের বাতায়নে!
স্থির তবো যুগলপ্রেমের স্রোতে আঁখিদ্বয় দুজন-দুজনাতে;
সহেনা যাতনা প্রেমাস-পদ চায় রটাতে পুষ্পপুল্যে।
দু’জনার অঙ্গ জড়ায়ে প্রেমাভার লঘিবো ফুটিতো নতুন পল্লবে;
হৃদয়ের বক্ষ ছিড়ি ধীরে ধীরে সুখেরা হাসুক নতুন উৎকর্ষে।
আগত এ বসন্তের পড়তে পড়তে থাকেনা দেহেতে প্রাণ;
বুকের হিম বাহুতে জড়ায়ে মোরে দিওগো ঢালি প্রেমের স্নান!
বাসর ও রাত্রি জাগিবো দু’জন মাতিবো মিলন-মেলাতে-
নতুন প্রণয়ের কুসুম সাঝিবো ফাগুনের মোহনীতে।
তাই আজি বলতে চায় তোমারি প্রেমে পড়িয়াছে মন;
অপেক্ষার ফানুস উড়িয়ে তুমি-ই-হও মোর আঁখিবাচন।