তাহার অপেক্ষায়
জেরিন বিনতে জয়নাল
কুয়াশাতে হারানোর অপেক্ষায় আছি,
যেদিন হারিয়ে যাবো কোনো এক অজানায়,
সে দিন সবুজ ঘাস বলে দিবে আমার গুরুত্ব।
ঘাসের উপরে থাকা শিশির বিন্দুগুলো সাক্ষী দেবে,
আমি কতটা কেঁদেছি তোমার জন্য।
কথা দিয়েছিলে বসন্তের আগেই ফিরে আসবে,
কতগুলো বসন্ত চলে গেলো, আসলে না।
খবর পেলাম,তুমি ফিরে নাকি এসেছ-
এবারের বসন্ত তোমার সঙ্গে কাটাবো ভেবে,
এক বুক আশা নিয়ে ছুটে যাচ্ছিলাম তোমার পানে।
পথিমধ্যে জানতে পারলাম, একা ফেরোনি-
প্রিয়জনের জন্য অপেক্ষা করে ব্যর্থ হলাম।
বাসন্তী রঙের শাড়ি পড়ে ঘুরতে যাওয়া,
আমার খোঁপায় ফুল গুঁজে দেয়া, এসব স্বপ্ন থেকে গেল।
আমার অপেক্ষার অবসান ঘটেছে, এবার?
এবার আমি হারিয়ে যাবো,ভোরের কুয়াশার সাথে।
দূর-অজানায়, যেথা কোনো পিছুটান নাই,
নাই স্বপ্ন ভাঙা গড়ার কোনো সুযোগ,
যেখানে থাকবে না আমার প্রিয়জনের কোনো স্মৃতি।
থাকব আমি, একবুক ভালবাসা আর একাকীত্ব।