ডুবন্ত জোছনা
এবিএম সোহেল রশিদ
সর্বভুক এই শহরে হতে পারিনি কখনো আপন।
তোমার কাছে লম্পট, অন্যদের কাছে বখাটে
বন্ধুরা নীচু স্বরে বলে, ব্যর্থমানুষ হোস না খ্যাপাটে
ল্যাম্পপোস্টে লেগে আছে অপেক্ষার রক্তক্ষরণ।
ঘোরপ্যাঁচযুক্ত পথ মাড়িয়ে রয়ে গেলে অধরা
ক্ষতচিহ্ন ভেদ করে ফুটেছে লাল কৃষ্ণচূড়া—
ছিলাম তোমাতে ব্যস্ত, দেখেনি আদ্যপ্রান্ত
কী করে পালায় প্রজাপতি, সম্ভাবনার বুক চিরে
কত ফোঁটা কান্না ঝুলে ঘাসে, বাজলে তানপুরা।
দেখা হয়নি রাতের শহর, ময়ুরের পেখম নৃত্য।
ওয়ান ওয়ে ফ্লাইওভারে হেঁটে হেঁটে চাঁদের দূরত্ব মাপি
ভাবি নির্বাসিত সময়, কী করে পুড়ে পেঁচার ঠোঁটে
সড়কদ্বীপের ঝরণায়, লেখে ডুবন্ত জোছনা ইতিবৃত্ত।
বাতাসে কান পেতে শুনি প্রত্যাখানের পাণ্ডুলিপি
ব্যবধান অঙ্কের যোগফল, ট্রাফিক সিগনাল—
কথার ঝাল, ঝরিয়েছে আঙিনায় একহাঁটু বৃষ্টি
পাঁজর ভাঙা দীর্ঘশ্বাস দেখে পালিয়ে গেলে তুমি
কেন ধরলে না, নোঙরবিহীন জীবনের হাল।
১ Comment
Congratulations