১৩১ বার পড়া হয়েছে
ডাকবাক্সের খোঁজে
রায়হানা আক্তার
এই যান্ত্রিকতার যুগে
সকল নিয়ম ভেঙে আমি
নব্বই দশকে পদার্পণ করলাম,
প্রগতিশীলতার ধমকা হাওয়ায়
ডাক বাক্সটা ভেস্তে গেছে,
এখন আর ডাক পিওনের সাইকেলের ক্রিং ক্রিং আওয়াজ শোনা যায় না।
তবুও –
এই ভেস্তে যাওয়া ডাক বাক্সের স্মরণে
আমি আবার নতুন করে উদ্ভাবন করলাম,
চিঠি লিখলাম…
পাঠানোর মাধ্যম হিসেবে খুঁজে নিলাম কুরিয়ার।
আমি নব্বই দশকের সরলতাকে ভালোবাসি,
ভালোবাসি প্রাচীন ইতিহাসকে।
আমি শ্বাস নেই সেই সময়ে পদার্পণ করে,
খুঁজে পাই সরলতার এক অনন্য পরিবেশ।