ডাঃ জাফরুল্লাহ চৌধুরী স্মরণেঃ
মোঃ হাবীবুর রহমান
তিনি যা করেছেন ক’জনে তা করে!
লড়েছেন ঠেকাতে যতো অন্যায় অনাচারে,
যতো দিন বেঁচে ছিলেন মাথা উঁচু করে!
নিজের যা ছিলো সবই মানুষের তরে,
সম্পদ-ই নয় শুধু নিজ দেহ অকাতরে!
এমন দরদী মন সে-কি আসে বারে বারে,
আসে কদাচিৎ যুগে যুগে শতবর্ষ পরে।
মুক্তি-সংগ্রামে এসেছিলেন বিলিতি আয়েশ ছেড়ে,
সে-ই যে এলেন রয়ে গেলেন থেকে গেছেন একেবারে।
সকল ক্রান্তি ও দুর্যোগে জাতি পেয়েছে পাশে তারে,
চিকিৎসা-সেবা আঙিনায় দিয়েছেন উজাড় করে।
নিশ্চিত করেছেন সুলভ স্বাস্থ্য-সেবা গণমানুষের তরে,
ওষুধ হাসপাতাল আর বিদ্যাপীঠ; যেথা চিকিৎসক গড়ে।
সত্যের উচ্চারণে ছিলেন অকুতোভয় দারুন প্রজ্ঞা ভরে,
আজ তাঁর বিদায়ে শোক-স্তব্ধ জাতি তাঁরই কীর্তি স্মরে।
তিনি যা পেরেছেন ক’জনে তা পারে!!
_____________________
রচনাকালঃ ১২ এপ্রিল/ ২০২৩
২ Comments
বাংলার মানুষ আর একজন ডঃ জাফর উল্লাহর অপেক্ষায়। অসাধারণ,কবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
অসাধারণ একজন মানুষকে নিয়ে সুন্দর রচনা।। ধন্যবাদ কবি কে।