ঝরাপাতার প্যান্ডেল
সাঈদা আজিজ চৌধুরী
বুকের ভেতর ঘাসফুলে জমেছে শিশির
সারাটি রাত ধরে সমুদ্রের বুকে পূর্ণিমার জল
সোনালি একটি ভোরের প্রতীক্ষায় শতাব্দীকাল
সমুদয় স্বপ্নেরা রাতের জোছনার সঙ্গে পলায়নপর।
ওড়ালাম অযুত চিঠির পতাকা মেঘের পানে
উষ্ণ সমর্পিত প্রাণে চাঁদ ঘুমায় মেঘের বুকে
একঝাঁক সী-গাল ওড়ে বাহু বিস্তার করে
বাতাসে ঝড় তুলে মুক্তির বিপুল আয়োজনে।
হিরন্ময় সমুদ্রস্নানে একাই ভেসে গেলে নীলে
জলীয় অস্তরাগে সভা হলো গাঙচিলের সাথে
নীলের প্রাচীর টপকে মিশে গেলে নক্ষত্রের রঙে
আর আমিও রেখেছি ভিজে ডানা দুটি মেলে।
শ্বেতপত্র পৌঁছে দেয় মেঘপাহাড়ের জলীয় কণা
সেলুকাসের আস্তাবলে দৌড়ায় মৌমাছি পিঁপড়া
যুবতী সূর্যের আলিঙ্গনে জীবনের শাটল ট্রেন
অলক্ষ্যে পুড়ে যায় ডেডালাসের মোমের ডানা।
সময়ের সাথে সাথে দিগন্ত পারে সন্ধ্যা নামলে
ছায়া ছায়া বিমূঢ় কুয়াশার জাল ছিঁড়ব বলে
নীলের ওপারে নক্ষত্রের উজ্জ্বলতা মাখবো বলে
সবুজ স্বপ্ন আঁকি একাই ঝরাপাতার প্যান্ডেলে।