জেগে ওঠো পৃথিবী
লিজা কামরুন্নাহার
আরো একবার জেগো ওঠো পৃথিবী,
শান্ত করো অশান্ত খেলার ডামাডোল
সজীব প্রকৃতি আর মানবতা আজ প্রশ্নের সম্মুখীন
কোথায় যাচ্ছি আমি আর আমরা!
ধর্ম আর কর্ম যেন অসময়ের সারথি
লুফে নিচ্ছে সকল মানবতার ভাষন
আর দেখিয়ে দিচ্ছে লোলুপ পিশাচের শকুনি দৃষ্টি
তবুও কী জাগবে না পৃথিবী,
আওয়াজ তোলবে না মানবতার
মানুষ আজ অসহায় প্রকৃতির লীলা খেলায়
বিজ্ঞান, বিশ্বাস, আর অমানবিক যুদ্ধ
নতুন প্রজন্মের কাছে আজ বড়ই বিস্ময়কর!
কী বলবো এই নিষ্পাপ শিশুর কাছে
টগবগে তরুণের কাছে,
আর লেলিহান শিখায় জ্বলন্ত যুবকের যৌবনের কাছে
শৈশব, কৈশোর যেন আজ একটা দমচাপা কষ্ট
গৃহবন্দী জীবন কেড়ে নিয়েছে আজ নির্মল আনন্দ,
যান্ত্রিক সভ্যতায় আড়ষ্ট সময়
আর প্রাণবন্ত মনের আকুতি
তবুও কী জেগে ওঠবে না, পৃথিবী!
আলো দাও, ভালোবাসা দাও, মানবতা দাও
দাও মুক্তি, শক্তি আর ক্ষমতার সঠিক যুক্তি।
(সমসাময়িক প্রেক্ষাপটে, আমার লেখা)