৪৯ বার পড়া হয়েছে
জীবন কী
আরজু আরা
শেষপ্রান্ত বললে কথার হিসেবি
বজায় থাকে না।
তবুও হয়নি বলা
থেকে যায় অসমাপ্তি
চলার এই রাস্তা।
চৌক দার দিয়ে
কিংবা
ছবির ফ্রেমের মত
বেঁধে চলে না।
একই কথার রেশ
থেকে যায় অবিচল।
গতির ধারা ধরে
বেঁচে থাকাটাই স্বাভাবিক।
কিন্তু,,,,,হুম, কিন্তু
এভাবে বহন করাটা অসম্ভব।
তবুও বহনকারী হয়ে
খাঁচার ভিতর যতক্ষণ
নিশ্বাস হয় না বিনাশ।
সেই আশাতেই
হয়ত কিছু নিরাপদ,
বাহনের তালিকায়
নিজেকে একটু আস্বস্ত
খুঁজে পাই।
___________
বরিশাল।