জীবনের গল্প
মোঃ নিজাম উদ্দিন
জীবন থেকে নেয়া জীবনের গল্প,
কখনো কখনো হয়তো এমনই হয়!!
কখনো অল্প স্বল্প; কখনো পূর্ণদৈর্ঘ্য!
কখনো সাজানো গুছালো;
কখনো অগুছালো এলোমেলো;
লিখতে গেলে এক, বলতে গেলে আরেক!!
জীবন থেকে নেয়া;
কিছু গল্পের আড়ালে সুখ, কিছুতে দুঃখ!
কিছুতে সূর্যের হাসি মাখা; কিছুতে পূর্ণিমার শশী!!
জীবন থেকে নেয়া;
কখনো মেঘের আড়ালে, কখনো বৃষ্টির ছলে
কখনো নোনা জলে, কখনো আপন মনে
কখনো প্রকৃতির ছায়ায় মায়ায় কায়ার নেমে আসে!
জীবন থেকে নেয়া;
কিছু গল্প কষ্টের তীব্রতা ভয়ে আনে
কিছু গল্প সুখের ভেলায় ভেসে চলে!
কিছু গল্প ছলে, কিছু গল্প কলে
কিছু গল্প চঞ্চল, কিছু গল্প টলমল!
কিছু গল্প মনের অগোচরে অবহেলিত হয়ে রয়!!
জীবন থেকে নেয়া সব গল্প;
…………কবির কাব্যতা ঘিরে
গুছালো অগোছালো কবিতা কাব্যের রূপ পায়!!
জীবন থেকে নেয়া;
কিছু গল্প বুকের গভীরে রক্তক্ষরণ হয়;
কিছু গল্প প্রেরণা যোগায়, কিছু গল্প বেদনা বাড়ায়!
জীবন থেকে নেয়ে সব বিষয়ে কিন্তু
…………….গল্প কবিতা কাব্য হয় না!!
কিছু গল্প শিলাপাথরে মোড়ানো,
………..কিছু গল্প হৃদয়ে জড়ানো!!
কিছু গল্প সবসময় দোলা চলে দোলে
কিছু গল্প অসময়ের যাঁতাকলে পোড়ে!!
কিছু গল্প হয় মায়ার বাঁধনে জড়ানো
কিছু গল্প হয় রংধনুর সাত রঙে রাঙানো!
কিছু গল্প সাধনার কিছু গল্প যাতনার
কিছু গল্প বোধের কিছু গল্প বেদনার
জীবন থেকে নেয়া;
কিছু গল্প সাজানো কিছু গল্প রাঙানো,
কিছু গল্প কাগজে-কলমে কালিতে রূপ পায়!
কিছু গল্প সাদামাটায় অবহেলিত রয়ে যায়!
কিছু গল্প শব্দ বাকে ছন্দে রূপ পায়
কিছু গল্প দ্বিধাদ্বন্দ্বে দিন ফুরায়; তবুও-
জীবনের সব গল্প কলমে কালিতে লেখা হয় না।
জীবন থেকে নেয়া কিছু গল্প,
মনে মনে হাসে অসম যাঁতা কলে ফাঁসে!!
কিছুতে ছবি হয় কিছুতে কবি হয়;
জীবন থেকে নেয়া বাকি সব গল্প অবহেলিত পরে রয়!!
১ Comment
ধন্যবাদ কৃতজ্ঞ