জাদুঘরের কাচে বন্দি আমি— মানবিকতা
আল হামজা উৎস
আমি—মানবিকতা।
শতাব্দীর পর শতাব্দী ধরে,
মানুষের করুণায়, সহমর্মিতায়,
আমি প্রাণ পেতাম; শ্বাস নিতাম একে অপরের হাসিতে।
আজ আমি নির্বাসিত।
এক জাদুঘরের কাচঘেরা কোণে,
নির্বাক, নিঃসাড়, প্রত্নবস্তুর মতো পড়ে আছি—
যেন আমাকে শুধু দেখা যায়,
অনুভব করা নিষেধ।
আমি ছিলাম চোখে অশ্রুর কোমলতা,
যুদ্ধে ক্লান্ত সৈনিকের অনুতাপে—
আমি ছিলাম মায়ের প্রার্থনায়,
শত্রুর মৃতদেহে ছায়া মেলে রাখা এক খণ্ড শান্তি।
তবে আজ?
মানুষ যুদ্ধ করে অহংকারের জন্য,
ধ্বংস গঠনকে ছাপিয়ে গেছে।
তারা পতাকার রঙে রাঙায় মৃত শিশুদের মুখ,
আর আমার নাম নেয় কেবল বক্তৃতার কাগজে।
তোমরা যারা নিজেরাই নিজেদের শত্রু হয়ে উঠেছো,
জানো না—
তোমাদের প্রতিটি হিংস্র পদক্ষেপে
আমি রক্তাক্ত হই, প্রতিবার।
তবুও বলি—
আমি অমর হতে চাই না জাদুঘরের গ্লাসে।
আমি ফিরতে চাই হৃদয়ের রাজ্যে,
যেখানে মানুষ, মানুষের পাশে দাঁড়ায়—
ধর্মের আগে, দেশের আগে, অস্ত্রের আগে।
হে মানবজাতি,
যুদ্ধ নয়, আমি চাই প্রত্যাবর্তন।
ঘৃণা নয়, আমি চাই পুনর্জাগরণ।
ভ্রাতৃত্বে তুমি জয়ী হও,
মানুষ হও—এই হোক শ্রেষ্ঠ পরিচয়।