জমাট বাঁধা দু:খবোধ
চুননু জামান
তনুশ্রী!তুমি সুন্দরী তপতি সূর্যপত্নী ছায়া,জ্বালাও আগুন
ঝিম ধরা চোখে অনিকের হৃদয়তন্ত্রে ভালোবাসার অধরে
তোমাকে দেখে অবিনাশী যুবকের পিয়াসী স্বপ্ন জাগে
ছুটে চলে উল্কার বেগে উর্বশীকে ছুঁবে বলে অনায়াসে।
তুমি আজ হারিয়ে গেলে বড় অসময়ে স্মৃতি চিহ্ন রেখে
মনের বিবর্ণ আকাশে উড়েনা আর সাত রঙের ফানুস
অন্তরের হিমগলা বারি লয়ে বিমোহিত স্রোতস্বিনী ঢেউয়ে
ফোঁটা ফোঁটা অশ্রু গুলো গড়িয়ে পড়ে বেদনার মহাসমুদ্রে।
বিষণ্ণ এক জীবন,অপূর্ণতায় ভরা,শূন্য ঘরে ভরা স্মৃতি
হতাশ্বাসের বিষবাষ্পে বিবর্ণ হচ্ছে মনের পত্র পুষ্পশাখা
কালো অন্ধকারে ডুবে যাচ্ছে কোন এক সুদূর অজানায়
তখন আমি খুঁজি নির্জনতা,ঘাস ফুল নদী-পাখি অরণ্য।
ছন্দপতনে নিমজ্জিত সেই প্রেমিক,বিষাদ কাতরে বাষ্পাচ্ছন্ন
আকাশের দিকে চেয়ে নিশব্দে বাতাসের সাথে কথা বলে
কালের বহমান স্রোতে একা ঘুরে ঘুরে নৈশব্দের কিনারায়
কখনো অশ্বত্থ বৃক্ষের ছায়াতলে বসে ভেতরের প্রণয় ডালে।
নিস্তব্দতাকে ভালোবাসি বলে অন্তরের ব্যথা গোপন করে
কাশ বনে কাটিয়েছি একদিন সকাল দুপুর-গোধূলি বেলা
শরতের কুহকে যমুনায় পান কৌড়ির জল কেলি দেখে
মনের বিষণ্ণতা ক্লান্ত হয়ে হারিয়ে গেছে মনেরই অজান্তে।
জলের ধ্রুপদী সুরের সাথে মিশে আছে শতাব্দীর না বলা গল্প
জীবনের সাথে একাকার হয়ে মিশে আছে অকথিত কত কথা
পাথরের মতো জমা হয়ে আছে অনেক ব্যথা দুঃখ সংতাপ
যেখানে ভাবনার আবেশে শীতল পরশে আদৃত হয় অনুভূতি।
আর্তিতে জমাট বাঁধা নীল ব্যথা গুলো বৃষ্টি হয়ে ঝরুক
সবুজ পাতাগুলো ছুঁয়ে ছুঁয়ে যাক ঝির ঝির বাতাসে
আজ সুখ হয়ে ছড়িয়ে পড়ুক
আকাশের পিঙ্গল অলিন্দে-
তরঙ্গ চূড়ার উত্তুঙ্গে কেঁপে উঠুক
সশব্দে আমার না বলা সংলাপ।
____________________
০৮মে,২০২৩।
আমেরিকা