১৭৪ বার পড়া হয়েছে
জননী আমার
__কাকলী কর ঝুমা
আমার প্রাণ সেতো তোমারি দান
জননী আমার!
অমৃতরস পান করেছি
ভুমিস্ট হওয়ার কালে।
সম্রাজ্ঞী করেছো মোরে
তোমার স্নেহ-ছায়াতলে!
ধন্য করেছো মোরে ধরনীর
আশ্রয়ের শোভাতলে!
অমৃতপিয়াস মিটিয়ে দিয়েছো
অতল গঙ্গাজলে।
দু’হাত ভরে দিয়েছো মাগো,
নাওনি কিছু তুলে!
দেবীর আসন দিয়েছি তোমায়,
ভক্তির আঁচলে!
কোটিতম বছর রেখো তোমার
মঙ্গলঘট চরনতলে!
ধন্য আমি, তুমি আমার মহিমান্বিত
জননী বলে।
USA/NY