১৮৬ বার পড়া হয়েছে
পাখির বাসা। রিয়াজুল হক সাগর।
বাবুই পাখির ঘরখানা তার,
দেখতে লাগে বেশ,
কিচির মিচির ডাকা ডাকি
কাটে না তার রেশ।
মগ ডালে তার বাসা বাড়ি
তেঁতুল গাছের তলে,
সন্ধ্যা হলে বক বক বকানি
গানের সুরে বলে।
পাড়ার শিশু বলে তারে
আয় ছুটে আয়,
খেলার ছলে ঢিল ছুড়বো
কি করবে তোর মায়।
বাবুই পাখি তোরে বলি
এক দেখাতেই চুপ,
সকাল হলে দেখি তোরে
শীতের মত ধুপ।
তোর বাসাতেই আমায় নিবে
আছে অনেক সুখ,
মানুষ হয়ে জম্ম আমার
মনে আছে দুঃখ।