চৈত্রের চৈতন্য
জাকিয়া সুলতানা শিল্পী
তোমার জড়তার দ্বিধাবোধে
আজ আমি সত্যিই মুমূর্ষু,
নিয়তির প্রখর জালে আবদ্ধ
দিবস রাতি বিবশ শরীর
অবাধ্যতা সুখ খুঁজে ফিরে।
পটভূমির শেষ নেই
একটার পর একটা প্রশ্নবিদ্ধ
বিচ্ছেদের কোষা ঘাতে জর্জরিত।
খুন হয়ে গাছের বাঁকলে লিখে রাখি
অপ্রিয় অপ্রকাশিত সত্য গুলো
তুমি আসলে শুনাবো বলে!
আবেদনময়ী বেদনার তামাম শহর
ঘোঁটা জলের ফণি মনসার কাঁটায় বিদ্ধ
পিঙ্গল সুখ অনুভবে এনে বিচ্ছেদ ভুলি।
আকাশ পানে চেয়ে ঘুমিয়ে থাকি
ধুলোয় জমে থাকা বিভৎস পান্ডুলিপি ও
নুয়ে থেকেও ফোড়ন কাটে তাচ্ছিল্যের সুরে।
সমুদ্র কবে আর গর্জন শোনাবে
হিমালয় কাঁপিয়ে অন্তরে গেঁথে
ভালোবাসার আঁচলে মেখে।
রক্ত গোলাপের শুকনো পাপড়িতে
সুগন্ধী ছড়িয়ে দু’বাহু বাড়িয়ে
জড়িয়ে নিবে নিবিড় আলতো ছুঁয়ে!
কবে আসবে সে-ই সুবর্ণ সময়
সমুদ্রের গর্জনের অপেক্ষায়
আজো বসে চৈত্রের চৈতন্য কাটাতে !