২৩১ বার পড়া হয়েছে
কষ্ট শুধু পাই
চিত্তরঞ্জন সাহা চিতু
তোমার কথা লিখতে গেলে
কষ্ট লাগে বুকে,
হারিয়ে ফেলি মুখের ভাষা
আর আসে না মুখে।
তোমার ছবি আঁকতে গেলে
হারিয়ে ফেলি খেই,
চক্ষু দিয়ে অশ্রু ঝরে
ছবি তাে ভাসলেই।
তোমার জীবন ভাবতে গেলে
কেমন জানি হয়,
কালো রাতের দৃশ্যগুলো
আজও মনে ভয়।
শুধুই ভাবি কেমন করে
করলো ওরা গুলি,
রক্ত ঝরা সেই যে সিঁড়ি
আমরা কি আর ভুলি।
ধানমন্ডির সেই যে বাড়ি
দাড়িয়ে আছে ঠাঁই,
জাতির পিতার জন্য বুকে
কষ্ট আজও পাই।
++++++++++
বড় বাজার, চুয়াডাঙ্গা