৭৩ বার পড়া হয়েছে
চলো বিদ্বেষ ভুলি
মিতালী দেবী
আমিও বাঙালি তুমিও বাঙালি
হিন্দু-মুসলিম থাকি পাশাপাশি
এক ভাষা এক রাষ্ট্র।
যে পথ ধরে মসজিদে ছোটো
সে পথ ধরে মন্দিরে যেতে
আমরাও হবো তুষ্ট।
বিদ্বেষ বিষে পিষ না গো আর
আমার যাতনা সে তোমারই হার
বাংলার আমিও ভূমিপুত্র।
মৃত্যুঞ্জয়ী কেউ নয় এ ভবে
শুভাকাঙ্ক্ষী এসো হই উভয়ে
বিধির বিধান জন্মসূত্র।।