৭৫ বার পড়া হয়েছে
আমরা শোকাহত:
কবি ও সংগঠক লায়ন সালেহ আহমেদ আর নেই।
কবি ও সংগঠক সালেহ আহমেদ-এর ছেলে সাদমান সূত্রে জানা যায় যে, গতকাল সন্ধ্যা ৬:৩০টায় বাদ মাগরিব আরেকটি জানাজায় শরিক হওয়ার সময় অসুস্থতাবোধ করেন। কিছুক্ষণ পর তাকে US Bangla Medical College Hospital-এ নেয়ার পথেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইন্না ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন!
তার নামাজে জানাজা আজকে সকাল ১০ ঘটিকায় বরাবো কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে; ইনশাআল্লাহ।
প্রতিবিম্ব প্রকাশ পরিবারের পক্ষ থেকে তার পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা এবং আত্মার চির শান্তি কামনা করছি।