চব্বিশ এর বিজয়
মোঃ সাগর ইসলাম মিরান
এ বিজয়, বাংলার বিপ্লবী ছাত্র সমাজের
সদা সংগ্রামে, ছিলেন যারা রাজপথে।
এ বিজয়, প্রত্যেকটি বীর যোদ্ধার
মাথা নত করেনি কভু, গোসল করেও রক্তে।
এ বিজয়, সকল বিদ্রোহী কবিদের
হুমকিতে যাদের থামেনি কলম, বিদ্রোহী কবিতা লিখতে।
এ বিজয় যুমনা টিভির, সাহসী সাংবাদিকদের
রোদ, বৃষ্টি, ভয়ভীতি উপেক্ষা করে, পাশে ছিলেন মোদের।
এ বিজয় আসিফ নজরুলের মত, প্রতিটি শিক্ষকের
হাতকড়া পরতে রাজি ছিলেন তারা, জেগেছিল বোধের।
এ বিজয় দীর্ঘ বছর ধরে সংগ্রামী, প্রতিটি সংগঠনের
হাজারো নেতাকর্মীর মৃত্যতেও,
যারা বিরুদ্ধে ছিলেন স্বৈরাচারের।
এ বিজয়, হিন্দু মুসলিম সবার
তাদের প্রতি সদয় হবেন, এই আহ্বান আমার।
এ বিজয় প্রত্যেকটি, নির্যাতিত মানুষের
দীর্ঘদিনে ঐ স্বৈরাচারী, কলিজা ছিঁড়েছে তাদের।
এ বিজয়, প্রত্যেকটি আবু সাঈদের
তরুন বয়সে আন্দোলনে, প্রানটি গেছে যাদের।
এ বিজয়, প্রত্যেকটি ধর্ষিত মা-বোনের
দলীয় প্রভাব খাটিয়ে, কুকুরে ধর্ষন করেছে যাদের।
এ বিজয়, প্রতিটি মুক্তিকামী জনতার
স্বৈরাচারের ভয়ংকর পতন, কামনা ছিল যাদের শতবার।
এ বিজয়, আমাদের সবার
স্বৈরাচারীর বিরুদ্ধে যারা, দিয়েছিল হুংকার।
গর্জে উঠবো আবারো, লাগে যতবার
আসনে বসে জনতা ভুলে,
হতে চাইলে স্বৈরাচার।
বাংলার মানুষ বিপ্লবী মোরা, মানব না আর হার
এ দেশেতে রাখবোনা তাই, কোনো স্বৈরাচার।