১৬৩ বার পড়া হয়েছে
ঘুর্ণির ঝড় মোখা
তপন বাগচী
টেকনাফ হয়ে আসল যে তেড়ে ঘুর্ণির ঝড় মোখা
তাকে তো থামানো যাবে না সহজে, সে যে মহা-একরোখা।
অপ্রতিরোধ্য চলার সে গতি
মারবে মানুষ, হবে ক্ষয়ক্ষতি
ঘরবাড়ি আর ফসলের ক্ষেতে মেরেছে তীব্র টোকা।
শোয়াশ’ মাইল বেগে সে ধাইছে
সব কেড়ে নিছে যা কিছু পাইছে
উপায় কী হবে, পড়তে পারি না কপালের লেখাজোকা।