৬৪০ বার পড়া হয়েছে
গোধূলি বেলা
রায়হানা আক্তার
অনন্তের ত্রিসমাহারে বন্দি আমি,
সেজেছে শূণ্য নতুনরূপে।
তাহার গুণে আমি গুণান্বিত,
তাইতো বলি আমি তাকে বহুরূপী।
অনন্ত রাঙিয়ে
আমায় হাসিয়ে
আদিত্য হচ্ছে আড়াল
দিনের হাসিল করতে।
আমি মুগ্ধ হই রোজ
মনের প্রশান্তি খুঁজতে দেখি অনন্তরই রূপ
ছুঁয়ে দেখার ইচ্ছে ভীষণ
হতাম যদি পাখি।
ঘুরে ঘুরে দেখেই যেতাম
মায়াবী ওই আকাশপুরি।
গগন তোমার বিশালতার
হবে নাকো শেষ,
একাকিত্বের অনুভূতিটা,
লাগছে ভীষণ বেশ।
মেঘগুলো সব যায় যে ভেসে,
ইচ্ছে ছুঁয়ে দেখবো
সুদূর পাহাড়ে গেলে জানি,
মেঘের ছোঁয়া পাবো।