অধিকার
গীতিকবি আনিয়া রোজি।
এই বাংলা আমার, এই বাংলা তোমার
আমাদের আছে অধিকার।
আমরা এ প্রজন্মের সৈনিক
নাগো না ওগো না
আমরা নয়তো রাজাকার।
আর কোন রক্ত না ঝরাই
চল না মিলেমিশে একাকার হয়ে যাই।
কেন এই সংজ্ঞাতে জড়িয়েছ
না মেনে দাবী
কেন খুঁজে দেখনি
বাংলার সেনানির বিপ্লবী ছবি।
না মেনে দাবী করেছে নির্যাতন,
নিপীড়ন করে এই দাবি কে
নস্যাৎ করতে চেয়েছিল কালো হায়নারা,
ভয়ে কাঁপাতে চেয়েছিল ছাত্র জনতার বুক।
ভয়ে ঘরে ফিরে আসেনি বাংলার মায়ের দামাল ছেলেরা
দুহাত তুলে বুক পেতে বলেছিল–আমি বীর নত করবো না শীর।
৩০ লক্ষ শহীদের সঞ্চালিত প্রাণহানির ফসল আমরা।
বুক পেতে গুলি খেয়ে আবু সাঈদ মাটিতে পড়েছে লুটে।
এইতো বাংলার ছাত্র-জনতা গেছে টুটে।
বুক পেতে আবু সাঈদ জীবন দিলো বলে।
বাংলার বীর, জনতা, জাতি আসছে তেড়ে,
স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেল চলে।
একি ছিল এই প্রজন্মের মেধাবীদের ভাবনা
বাংলার বুকে আর কোন স্বৈরাচারের ঠাঁই হবে না
ঠাঁই হবে না।
ওগো বাংলার ৩০ লক্ষ শহীদের অনুসারী ছাত্র জনতা।
তোমরা পেয়েছ ২৪ শে দ্বিতীয় স্বাধীনতা।
তোমরাই উত্তম তোমাদেরকে স্বাগতম।
তোমাদেরকে স্বাগতম।