দিনগুলো খসে পড়ে
দেবিকা রানী হালদার।
জীবন থেকে দিনগুলো কখন চলে যায়
মানুষগুলো বুঝতে পারে জীবন শেষ বেলায়!
তখন আর থাকে না ফেরার সময়
স্বার্থপর আপনজনের মুখোশ খুলে যায়!
বৃষ্টির বুদ বুদের মতো দিনগুলো হয় গত
স্মৃতি জেগে রয় শুধু দিনগুলো হারায়,
যত শোক কষ্ট দীর্ঘশ্বাস নয়ন জল হয়ে ঝরে
মূল্য ও হারায় তখন তিল তিল করে!
একদিন যে ছিল প্রাণাধিক আপন
সেও তার তাচ্ছিল্য রাখে না গোপন!
সিঁথিতে সিঁদুর পরে ঘুরতো যে বারেবারে
আজ ডেকেও যায় না পাওয়া তাকে মম দ্বারে!
সবার বোঝা একদিন করেছি বহন
সহ্য করেছি তাদের সহস্র দহন!
আজ আমি অপাংতেয় রোগ-বালাই শোক
কাউকে দিতে যাই না তেমন কোন দূঃখ!
সুখে থাকো আমার সেদিনের নন্দিনী
চাই না তোমাদের আমার পরিসরে করতে বন্দিনী,
জীবনের পরিনাম এতদিনে জানিলাম
বিগত জীবনে যায় না ফেরা তাই মৃত্যুকে আলিঙ্গন করিলাম!