২০৮ বার পড়া হয়েছে
ক্ষমা আমি চাই
মোঃ আলমগীর হোসেন
মানুষ হইয়া অমানুষ হইলে কেনো তুমি
নিজে সম্পদ ঘরে নিলে অন্যের সম্পদ কাড়ি।
ধনে মানে গুণে ভাবছো বড় হইছো তুমি
তোমার সম্পদ লোটে পুটে খাবে অন্যে যানি।
যে কাজ করছো তুমি স্মৃতি হবে ভাই
মরে গেলে খালি হাতে একা যাবে তাই।
গরিব লোকের সম্পদ নিলে চালাকি করে
কি জবাব দিবে তুমি দয়ালের কাছে গিয়ে।
অসৎ পথে কামাই করে সম্পদ করা যায়
সেই সম্পদে মান সম্মান সব নিয়া যায়
এপারে সেপারে তোমার চলা হবে দায়।
জ্ঞনের বিচার শক্তির বিচার করবেন মালিক সাঁই।
ভয় করে কি জবাব দেবো দয়ালের ঠাঁই
আমি যে মহা পাপি খুঁজে তাহা পাই।
ক্ষমা করে দিও তুমি ও গো মালিক সাঁই
করো জোরে তোমার কাছে ক্ষমা আমি চাই।
১ Comment
congratulations