২১২ বার পড়া হয়েছে
কোন স্বার্থে
(মাসুদ রানা মাসুদ)
২৪-০১-২০২৩–দুবাই
কোন স্বার্থে জীবন যাত্রা
শুরু করলে ভুল পথে,
সৃষ্টির সেরা হয়েও কেনো
শরীক করো তাঁর সাথে,
ভুলে কি গেছো নাকি,
পালাবে শরীক ভয়েতে–।।-ঐ
প্রকাশ্যে নাই যার প্রতিমা
পেলে কোথা সুরত নামা,
নানান বর্ণে রূপ নামে
করছো শিরক দিনেরাতে
ভুলে কি গেছো নাকি
পালাবে শরীক ভয়েতে—।।-ঐ
তিনি এক ইলাহ নয় নিরাকার
আছে তাঁহার দীপ্তি আকার,
থাকে বাতেন চোখের আড়াল
কিন্তু অতি কাছেতে,
ভুলে কি গেছো নাকি
পালাবে শরীক ভয়েতে—।।-ঐ
আজকে যাদের করছো পূজা
সেদিন হবে পাপের বোঝা,
কেউ কাউকে চিনবে না,
মহাকঠিন আখিরাতে,
ভুলে কি গেছো নাকি,
পালাবে শরীক ভয়েতে—।।-ঐ