কেবলই মরীচিকা
তাহমিনা বেগম
মিনুর মনাকাশ হাহাকারের আর্তিতে। পাওয়া না পাওয়ার হিসেব মিলাতেই জীবন পরিক্রমা ভাটার পথে।কতো স্বপ্ন কতো আকাঙ্খার মৃত্যু ঘটেছে। মনে মনে ভাবে, ভাবতেই থাকে। ভাবনাগুলো কেবলই দমকা বাতাসের মতো উড়োউড়ি করেই ঝপাঝপ পতনে। কেন! মানুষের ইচ্ছাগুলো, স্বপ্নগুলোর অপমৃত্যু ঘটে? চাওয়া-পাওয়াগুলো যেন শ্যাওলা ধরা কোনো গাছকে আঁকড়ে ধরে বাঁচার আকুতিতে বুনো লতা। কেন এমনটা হয়! মিনুর প্রশ্নের উত্তর কে দিবে? তারও একটা সুন্দর অতীত ছিল। মা-বাবা, ভাই-বোন, বন্ধু, আত্মীয় পরিজন নিয়ে। সে জীবনটা ছিল একদম কাঁচের মতো স্বচ্ছ। তাহলে আজ কেন সবকিছুই হাহাকারে? যেদিকেই হাত বাড়ায় অসাাঢ় শূন্যতা। এ জীবন কি চেয়েছিল মিনু? গোধূলি শেষ বেলা প্রায়। আকাশ ক্রমেই আঁধারে আচ্ছন্ন, ঘনকালো হয়ে গেছে। বারান্দার গ্রীলে হাত রেখে আকাশের দিকে তাকায়। শুধুই আঁধার। মিনু ভাবে আলো কি কেবলই মরীচিকা? যেমন তার জীবনটা!