কেউ কারো নয়
আরজু আরা
কেউ কারো তো নয়
ঝুল বারান্দার আঁধার কোণে তাই তো হাসনাহেনায়;
ফুঁটে থাকে, অন্যকারো জন্যে নয়।
এটাই কি তার যশ চেতনার পরিকল্পিত প্রণয়?
কেন, নাইবা হবে, দগ্ধ গন্ধে সর্প
শীতল পংকিল কর্দমা ছেড়ে ঠাঁই নেয় তারই আশ্রয়।
তার চিন্তন, এই মাতোয়ারা গন্ধ বিলাস
তার জন্যই!
সে চিন্তার ধারক আজকাল প্রতিহত করছে
তোমার ধারনায়,
গুমরে মুচরে হচ্ছি তোমারই প্রনয় পাবার আশায়।
হয়ত, তেমনি বিষাক্ত সর্পের ন্যায় দু:সাহসিকতায়!
তব হেরি ,
আমি তুচ্ছ নির্বিকায় জোর খাটাচ্ছি ,
তোমাকে সেই প্রত্যাশিত চাওয়ায়,
জলান্জলি দিতে দিতে নি:স্ব করে দিচ্ছি!
না পাওয়ার এ কোন অবান্চিত চাওয়ায়?
আবারও একই বাক্যালাপে,
“কেউ কারো নয়“ তাতেই টানি সমাপ্তি
সর্পের হোক আশ্রয় স্থান শিরোধার্যী
হোক তোমারও জয় জন্ম জন্মানতর,
হয়ে থাকি তোমার প্রণয়িণী!
২ Comments
congratulations
অনবদ্য প্রকাশ