কিছু নীল কষ্টের প্রশ্ন
রুনা খান
চিবুকের কাছে এসে থমকে দাঁড়িয়ে আছে
দু ফোঁটা চোখের জল,
দিকভ্রান্ত সে !
এখানেই শুকিয়ে, তার অস্তিত্ব নেই করে দেবে !
নাকি,
গড়িয়ে পড়ে কষ্ট বয়ে নিয়ে যাবে, গলা, বুক বেয়ে
আরো… কিছুদূর !
কিছুটা শ্রাবণ বইয়ে দেবে! নাকি!
চৈত্রের রুক্ষতা, শুষ্কতা ধারণ করে নেবে ?
আজকাল মন বড় বেশি বিভ্রান্তিতে ভোগে !
দ্বিধাগ্রস্ত কষ্ট, বুক ভেদ করে দীর্ঘশ্বাসের সহায়তায়
নিজের অসহায়ত্ব প্রকাশ করে !
অভিব্যক্তির সিদ্ধান্তহীনতায়,
বেদনার প্রকাশভঙ্গি পড়ে যায়
হুমকির সম্মুখীন !
অশ্রুর মতো বিশ্বাসের অবস্থানও টালমাটাল আজ।
কিছুটা বৈরী বাতাসের উস্কানি লেগেছিল
বিশ্বাসের গায়ে ।
কষ্টেরা দ্বিধান্বিত পায়ে হেঁটে বেড়াচ্ছে
মন উঠোনে !
বিরহ বুঝতে পারছে না,
আমার সাথে তার সম্পর্ক ঠিক কি হওয়া উচিত !
আজন্ম বন্ধুত্ব করে নেবে কি মনের সাথে কষ্টেরা !
কিছু নীল… কষ্ট প্রশ্নবিদ্ধ করে আমাকে ।
কেন রোজ দগ্ধ হই! বুকের ভিতর কষ্ট পুষে রাখি ?
প্রশ্রয়ে বাড়াই তার স্থায়িত্ব?
মেঘেদের সাথে সমঝোতা করে চলি
বৃষ্টির নামে সব অশ্রু ঝরা-ই !
কষ্ট বয়ে যাবার সুখ, নাকি ?
কষ্ট সয়ে যাবার শোক, তাড়িত করে মনকে ?
কোন উত্তর থাকে না মন খারাপের !
প্রশ্নপত্রের সাথে খালি উত্তর পত্র জমা রেখে চলে
আসে মন !