১৩২ বার পড়া হয়েছে
কালবৈশাখী
মাসুদ রানা
বজ্রনিনাদে জাগে বনে,
আকাশ কাঁপে ঘনঘনে।
কালো মেঘের গর্জন ভয়,
চমকে ওঠে মাঠের ছয়।
গগনে ছুটে বাজ্রশিখা,
ধূলা ওড়ে ঘূর্ণি-চোখা।
ডালে ডালে ঝড়ের তান,
পথ হারায় পাখির গান।
বাঁশবনে উঠে শিস,
মাটির বুক কাঁদে নিঃশ্বাস।
ঝড়ের তাণ্ডবে নদী ভরে,
তটিনী কাঁদে কলরবে।
ঝাপটা মারে উঠোনে,
ছাতা উড়ে ছুটে ক্ষণে।
শিষ দেয় বায়ু কাঁপিয়ে,
তন্দ্রা ভাঙে মুহূর্তে।
চোখে আসে ধূলির রেখা,
শস্য খেতে ঢাকে আঁধার।
তবু পরে শান্তি আসে,
নতুন দিনের আশ্বাসে।