কামনা
জেবুন্নেছা জেবু
আকাশ ভরা তারার সাথে
থাকে না কেউ অন্ধরাতে,
যেমন করে চাঁদকে চায়
সঙ্গী করে রাখতে,
সূর্যটা দিচ্ছে আলো
সকল প্রাণের তরে,
স্বার্থহীন ভালোবেসে
আলো দিয়ে যায় চাঁদে।
আকাশটা মনের মতো
ক্ষণে ক্ষণে সাজে কত,
নীলে সাদায় মেঘের ভেলায়
জীবন যেন তার মত।
আচ্ছা বলো বৃষ্টি কেন ঝরে?
জলটা কেন নীলের প্রেমের পড়ে?
প্রেমের ঘোরে আকাশে জল কেন উঠে?
মোহ কেটে গেলেই কেন ফের ঝরে পড়ে?
ঐ আকাশে জীবন দেখি
তোমরা কেন দেখ না?
ভালোবাসার মানেটা কি
কেন আজো বুঝলে না?
যতই বল পেলেই হব ধন্য
বলছি আমি বৃষ্টির মতো হয় নগন্য।
সুখি যদি হতে চাও ছোট্ট জীবনে
রেখ না আশা কিছু নিয়ে মনে,
যা কিছু তোমার জন্য থাকে বরাদ্দ
তা কেড়ে নেবার নাই কারো সাধ্য।
যা পাওয়া হয়নি কিংবা পাবে না
তা নিয়ে আক্ষেপ কর না,
যা পাচ্ছো তাই অনন্য সুন্দর
যা পাওনি তা ছিল না কভু তোমার।
কর না কোন অভিযোগ
রেখ না অপবাদ, ঘৃণা ক্ষোভ,
করো সুন্দর জীবনের প্রত্যাশা
থাকবে না কোন আক্ষেপ হতাশা
সুন্দর হোক জীবন সবার এই কামনা
অন্যের জন্য যা চায় তাই হয় পাওনা।।