১৪৯ বার পড়া হয়েছে
কাব্য চাষি
রিতুনুর
১৪/০৯/২০২২ ইংরেজি
আমি কাব্য লিখি কাব্য পাঠ করে কিছু শিখি
আমি শব্দের ব্যবহারে
নিয়মকানুনে খুব মনযোগী হতে চাই,
তাই নিয়মিত লিখে যাই।
সবাই বলে আমি কবি,
কবিতা লিখতে তুলে ধরি
নিজের ছবি।
সাজগোজে আমি অনন্যা
আমার আছে এক কন্যা।
হৃদয়টা আমার সাদা গোলাপ
অকারণে কারো সাথে নেই প্রলাপ।
শুভ্র নির্মল নীল আকাশ ভালোবাসি,
সমুদ্রের গর্জনে সফেদ হাসি
ঝিঁঝি পোকার ডাক শুনি,
চুপচাপ জীবনের স্বপ্ন বুনি।
হতে চাইনা কারো ভালোবাসায় পুষ্প রাজি
জীবনকে করতে চাই না তিতো করোলা ভাজি।
এই আমি বেশ আছি
শব্দের ঝংকার তুলে মানুষের কাছাকাছি।
১ Comment
very good poetry, Congratulations