স্পর্শ
গোধূলি বেলায় হাটতে হাটতে
অনুভব করি তুমি পাশে,
ছোঁয়া পাই তোমার নিঃশ্বাসের
বাতাসের ঝিরি ঝিরি কোমল পরশেI
কি জানি কখন
শীতলতায় ডুবে যাই,
গভীর আলিঙ্গনের অপেক্ষায়
আবার ও ডুবে যাইI
ভেসে যাই নগ্নতায়
তলিয়ে যাই গভীর অরণ্যে,
হটাৎ কোথা থেকে মিষ্টি সুবাসে
জেগে উঠি জীবন সায়াহ্নেI
বন্ধু
যে নামেই ডেকো না কেন
বন্ধু তো বন্ধুই,
নাম নেই, ভয় নেই, ভুল বোঝাবোঝি নেই,
নির্ভরতায় ডুবে ভাবি
সে তো আছেইI
সমস্ত হতাশাগুলো ঢেলে দিয়ে
আশায় থাকি সব সমাধান
সে করে দেবে যেন !
উল্টো চিৎকার করে, অঙ্গুলি তুলে বলি
চুপ করে থাকিস কেন !
এমন নিজের মতো করে কাউকে পেয়ে
এই ভেবে সব ভুলে যাই নিমেষে,
কান্নার উৎস, ব্যথায় নীল হয়ে যাওয়া
জায়গাটা তাকেই তো দেখাবো অবশেষেI