৩৪৮ বার পড়া হয়েছে
বৃষ্টি, আমি আর টরন্টো
জেবুন নাহার
বিকেল বেলা বৃষ্টি এলো
শ্রাবণ ধারা বয়ে নিয়ে,
ফোঁটায় ফোঁটায় ঝরছে এথায়
ভালোবাসা হয়ে হয়ে।
আমি ও নাচি বৃষ্টির সাথে
টাপুর টুপুর নূপুর পায়ে,
কালো মেঘ মে আলো হয়ে
আমার হৃদয় দেয় ভরিয়ে।
বৃষ্টি তুমি এলে যেন
নবীন পথের পথিক হয়ে,
আমার শুরু রঙিন হবে
তোমার স্পর্শ, ছোঁয়া পেয়ে।
হঠাৎ আমার পড়লো মনে
বাংলা মায়ের শ্রাবণ মাস,
এ শহরে মা গো নাই তো আবার
বর্ষা ঋতুর এমন আভাস।
চোখ বুজে স্বরণ করি
বর্ষা আর নদীর দেশ,
এতো কিছুর পরেও আমি
টরন্টো তে আছি বেশ।
তবু,
যখন একটু বৃষ্টি দেখি
আষাঢ় শ্রাবণ হৃদয়ে মাখি,
খুঁজি তোমায় বাংলা মা গো
হৃদয় চোখে তোমায় দেখি।