কাকে খোঁজে বেড়ায়
রাবেয়া আহমেদ চামেলী
পৃথিবীটা এতে নিরব কেন?
মনের যত চাওয়া পাওয়া
সব যেন ফুরিয়ে গেছে।
কিসের আশায় কিসের তরে,
কষ্টটা যেন মন থেকে যায় ঝরে।
চলে যাবার পর সব যেন
মন থেকে যায় সরে।
মনের গহিনে কাকে খুঁজবো বারে বারে
এক অজানা নিরুদ্দেশের পথে যাবো ওইপারে।
তখনই কি পাবো অনাবিল শান্তি?
মনে হয়, তখনই অজনা চিন্তা
মনে ঠাঁই হবে।
আকাশ পানে চাহিয়া কেবলই ভেবে
কর্ম জীবনে দিনপাত কত দিন চলবে।
পথের পথিকের মতো শুধু খুঁজবো
শান্তি কোথায়, শান্তি কোথায়?
এসব প্রশ্নের উত্তর নিরুত্তর রে মিশে যাবে।
মনটায় সারাক্ষণ এক অপেক্ষায়
মনে রবে কি নীরবের মতো ঘুরপাক খাবে।
নিস্তব্ধ নীরবতা মানুষকে নিথর পাথর বানিয়ে দেয়।
তাইতো নিরবে শুধু শান্তি খোঁজে বেড়ায়।
কিন্তু এর সুন্দর সমাধান আমরা খোঁজে পাই না।
খোঁজে খোঁজেই সারা জীবন ঘুরে বেড়ায়
অজানা পথের উদ্দেশ্যে।