১১১ বার পড়া হয়েছে
করেছো ভুল
ইফফাত জাহান চৌধুরী
দিয়েছো ফুল
মনে দিয়েছে দোল
করেছো কিন্তু ভুল
ফুলের সৌরভে আমি অন্ধ
তুমি নিয়েছো শুধু গন্ধ
তুমি কি নিবে আমার ফুল।
যে ফুলে আছে
আমার হৃদয়ের স্পন্দন
চুরি করে এসো না
ধরা পরলে ছাড়ব না
আমি আমার ফুল
দুজনকেই নিতে হবে একসাথে
নয়তো পার পাবে না তুমি
ওহে দুলদুল।