গতকাল ছিল কবি সোহেলা পারভীন এর জন্মদিন।
কবি পরিচিতি:
জন্ম:
কবি সোহেলা পারভীন এর জন্ম ১৬ জানুয়ারি ১৯৮০ সালে সান্তাহারে। গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। বাবা ছিলেন সরকারি বিসিএস অফিসার। তার মা একজন গৃহিণী। কবি তিন ভাই বোনের মধ্যে প্রথম সন্তান।
পড়ালেখা:
১৯৯৫ সালে এসএসসি পাস। ১৯৯৭ সালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে ইন্টারমেডিয়েট পাশ করেন এবং পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং মাস্টার ডিগ্রী অর্জন করেন।
ব্যক্তিগত জীবন:
বিবাহিত জীবন শুরু করেন ১৯৯৯ সালে। তাঁর স্বামী একজন স্থপতি। দুই ছেলে নিয়ে তাঁর সংসার জীবন। কিছুদিন শিক্ষকতা পেশায় ছিলেন, বর্তমানে লেখালেখি নিয়ে ব্যস্ত।
সাহিত্যচর্চা:
ছোটবেলা থেকেই গান এবং লেখালেখির সাথে যুক্ত। কবিতা খুব ভালোবাসেন। এ পর্যন্ত কবিতার সংখ্যা প্রায় শতাধিক। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে।
তিনি আজীবন সাহিত্য চর্চা করে যেতে চান। শুভকামনা কবির জন্যে।