পুরনো পথে মানুষ
সাঈদা আজিজ চৌধুরী
নির্বাক কিটো নগরীর পরাবাস্তব গল্পেরা মুখর
দীর্ঘ শেকল চূর্ণ করে ইচ্ছের স্বপ্নেরা স্বাধীনতাস্তম্ভের ভেতর।
দিগন্তের পথে সূর্যের সাথে চিরযৌবনা স্বপ্নের অধিবাস
জীবন্ত মানুষের ফসিল থেকে তীব্র প্রতিবাদ প্রতিভাস।
মহাকালের পুত্রকন্যাদের নামের অক্ষর,প্রজ্ঞা অক্ষয়
সাদাকালো প্রচ্ছদে ক্যানভাসের পাতায় পাতায়।
মারিয়ানা ট্রেঞ্চে তলিয়ে যাওয়া উড়োজাহাজ
কিংবা কৃষ্ণ গহ্বরে সহস্র নক্ষত্র অলখের ভাঁজ।
বোধিরা বিস্মৃত কোনও বিদর্ভ নগর আকাশ
মৌন মিছিলে ঘোরলাগা সত্যের সন্ন্যাস।
স্থাণুর শব্দগুলো দিকভ্রান্ত মোটরের ভঙ্গুর তলদেশ
পুঁজিবাদের ল্যান্ডস্কেপে বঞ্চনার রক্তিম ইতিহাস।
হিটলার মুসোলিনীর সাম্রাজ্যবাদের কালো হাত
হেলেনের রূপ যৌবন ছলাৎ ছলাৎ
আনারকলির ঘুঙরো বাজে ঝনাৎ ঝনাৎ
মানুষের সাঁকো ভেঙে পড়ে, ধ্বসে পড়ে বাঁধের স্রোত।
গৈরিক কুসুম সকাল, সূর্যদয়ের সোনালি স্বাক্ষর
সৌরবিশ্বে পথহারা উদভ্রান্ত পথিকবর
খোলা আকাশের নীচে প্রশান্ত নিঃশ্বাস
বুকভরা শ্বাস নিতে ঘাস ওঠা পুরনো পথে মানুষ।
প্রেমের সন্ধানে দাঁড় টানি
সাঈদা আজিজ চৌধুরী
অমোঘ তৃষ্ণার ঘোরে পথে পথে চলি
শব্দের মিছিল শুনি হৃদয়ের ঢাকনা খুলি
ক্ষয়ে যাওয়া প্রান্তরে চূর্ণ হাওয়ার ধ্বনি
মাঝপথে থেমে রয় তাল লয় শিম্ফনি।
বিক্ষত অতীত শুকনো গোলাপ বিন্দু বিন্দু শিশির
ঝনঝন করা বিস্মৃতির তলানিতে কুড়িয়ে পাওয়া ফুল পাথর
ক্ষুৎপিপাসায় বেজে ওঠা বাঁশি নিরোর।
অনন্তে মিশে যাওয়া মুহূর্তগুলি
নিবিড় নিবিষ্টে মুদ্রিত শব্দগুলি
মধ্যরাতের প্রণোদনা জীবন আচ্ছন্ন করে তবুও
ভুলে যাওয়া সহজ নয়, সবাই চায় যদিও।
অর্ফিয়াসের ভালোবাসা আহা দেয়ালের ওই প্রান্ত
অপ্রাপ্তির তৃষ্ণা অতল আদিগন্ত
অগ্রাহ্য প্রাচীর টপকে ছুঁয়ে দেখা দিগন্ত !
ছুটতে থাকি নাভিশ্বাসে, দিগন্তও সরে মেঘের পালে
ঘুম থেকে জাগি স্পর্শ দোলাচলে।
দূরের আকাশে নক্ষত্র হাসে
অগাধ অসীমে মিশে যেতে বলে
সেতু পার হলেই স্বপ্নময় সুন্দর
প্রেমের সন্ধানে দাঁড় টানি জন্ম জন্মান্তর।
ফ্রাঙ্কলিনের জাদুর বাক্স
সাঈদা আজিজ চৌধুরী
ইতিহাসের কোষে সূর্যের পৌরানিক পরিপত্র
প্রতিটি মানুষ বিপুল বিস্ময় ব্রহ্মান্ড
আত্মার আয়নায় স্রষ্টার অবস্থান মন্দ্র
জ্যোৎস্নার প্রেসনোটে মধুরেণু অজস্র।
কপিলাবস্তুর নির্জনতা ভেঙে বের হয়ে আসে
সমস্ত স্তব্ধতা ছিঁড়ে সমুদ্র কিংবা নীল অম্বরে
তর্জনে গর্জনে ধ্যানীর হিমালয় চূর্ণ করে
অলৌকিক মুহূর্তের ঝাঁপি খুলে শব্দের তরঙ্গে
অশ্বত্থ চারা বপন ইন্দ্রিয়গ্রামের সংবেদে।
আলোর বিভারাশি অক্ষরের পৃষ্ঠায়
কলস্বরা মহানন্দা শীতলক্ষ্যা বয়ে যায়
প্রতিদিনের সূর্যের পালে একঝাঁক সবুজ হরিয়াল
কবিতার রাজধানীতে বিহঙ্গ ওড়ে উচ্ছ্বাস প্রবল
মস্তিষ্কের নিউরন চলমান প্রেক্ষাগৃহে যথেচ্ছ উড়াল।
তন্বী নারীর মতো শ্রাবণ-সন্ধ্যার ঘ্রাণটুকু পান
বিশালতার সাথে বিশ্বরূপার স্নিগ্ধতা অম্লান
রঙের চারুঘরে রঙিন আলো উদযাপন
ঠোঁটের কারুকাজে গোলাপ প্রস্ফুটন।
গভীর থেকে গভীরে পানকৌড়ির ডুব সাঁতার
ভালোবাসার তোরণে আত্মমগ্ন শরীর
মহাবিশ্বের অতল অসীম কামকলা
জন্ম নেয়া আরেক বিপুল চিত্রকলা
ফ্রাঙ্কলিনের জাদুর বাক্সের অস্তিত্ব
আত্মগত উচ্চারণে শ্বাশ্বত প্রেমসত্য।
ব্রহ্মান্ডের শরীর
সাঈদা আজিজ চৌধুরী
আকাশ-বাষ্পে মেঘের পলাতক বাড়িঘর
বর্ণিল পালের হাওয়ায় ব্রহ্মান্ডের শরীর।
চুম্বনের বৃষ্টি ভালোবাসার নামতা
প্রবহমান বাতাসে আদিম বৈরিতা
সহসা জেগে ওঠে পাহাড়ের বুক চিরে
বিরহী আত্মার প্রাণ দহনের গভীরে।
নীহারিকা জল ছুঁয়ে যায় স্বর্ণদ্বীপ
নীলাদ্রি ওড়না ওড়ায় নীলকণ্ঠ অন্তরীপ।
প্রজাপতির স্পর্শ গন্ধ পুষ্পের প্রজনন
পাহাড় প্রণালি অন্তরীক্ষ ঋজু শুদ্ধ মনন।
নৈমিত্তিক মুদ্রায় অন্তর্গত সত্য বুনন
জ্যোছনার অন্তহীন স্মরণিকা শব্দহীন।
অজস্র তরঙ্গে মহাজাগতিক ছন্দ ধ্বনিত
প্রতিটি পৃষ্ঠায় অনিবার্য সংকেত মুদ্রিত
অনন্ত প্রকৃতির স্তবকে একরাশ রহস্যময়তা
জীবনের সবুজ পালক ভালোবাসার দয়িতা।
ক্লেদ-ক্লান্ত পৃথিবীর ছায়াপথে রুপকল্প
আপন প্রদাহে জ্বলে পরাবাস্তব চিত্রকল্প।
অনন্ত পথে সৃষ্টিতে ধ্বংসের অণুবীজ গাঁথা
সৃজনের ক্যানভাসে প্রলয়ের শয্যা পাতা।
ঘুমচোখে দেখা
সাঈদা আজিজ চোধুরী
ঘুমচোখে চেয়ে দেখা অচেনা জংশন
ষড়ঋতুর ভূগোল ছেড়ে অনন্ত মহাজীবন।
চলন্ত সিঁড়ির প্যাডেল সচল অনিঃশেষ
অনির্বচনীয় সুন্দর প্রেম নির্মাতা অনিমেষ।
রাজহাঁসের ডানায় ক্রমাগত সাঁতারকাটা
মহাব্যস্ততায় অযুত হাজার মৃত আত্মা।
জলজ দীর্ঘনিঃশ্বাস সময়ের বাড়ি ঘর
আনারকলির আদিম সোনালি ঘুঙুর।
ক্রোধ জিঘাংসা মহাশূন্যের বাতাসে ঝুলে
বিত্ত বৈভব আকাশ সমুদ্র হিমাচল দুলে।
রিসোর্ট ক্যাসিনো প্রমোদযান আনন্দ বিহার
রয়্যাল ক্যারিবিয়ান হারলক মিথ দুরন্ত দুর্বার।
নৃত্য মুদ্রায় কস্তুরী সন্ধানে ব্যস্ত গন্ধগোকুল
প্রেমিকার অন্দরে সংবৃত সুগন্ধি কর্পূর বকুল।
রাতের শয্যায় সুপান্থ, প্রথমা দ্বিতীয়া সুনয়না
ঝড় জানেনা খরগ্রীষ্মে বৃক্ষদের কষ্ট-বেদনা
কবির নীল পেয়ালায় হেমলক,বিবর্ণ যাতনা।
শব্দের ছায়াপথে সত্যের অসহায় নীরবতা
বিপুল ঐশ্বর্য কাঁধে অক্লেশে পশুদের দলনেতা।
নক্ষত্রের টার্মিনালে সত্য লিখে স্বল্প মানুষ
ফেণিল বুদ্বুদ মিথ্যের সুনামি জলোচ্ছ্বাস।
রমণীরা বঞ্চনার ধাতব নীলকণ্ঠি সরলা
প্রেমের নৈবেদ্য হাতে অসহনীয় অন্তর্জ্বালা।
মহাশূন্যে চ্যাম্পিয়ন আমেরিকান সকার
পুতিনের বিরস রুদ্ধশ্বাস সাম্রাজ্য বিস্তার
নেতানিয়াহুর ধারালো ইস্পাত-বাঁশির সুর।
বিধানের ব্যত্যয় জাগতিকপ্রেম আত্মবিনাশ
সতত প্রেসনোটে শোকার্ত বিশ্বের ফুসফুস।
স্খলিত বিরংসায় সংক্ষুব্ধ বিক্ষিপ্ত অবস্থান
পেছনে ক্লান্তিহীন কলমে কিরামান কাতেবীন।
স্বত্ব সংরক্ষিত
২৪/৬/২০২৪