তোমাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আবু সাঈদ।
শেখ মনিরুজ্জামান শাওন।
কতটুকু দেশ প্রেম থাকলে!
শত্রুর বন্দুকের নলের সামনে বুক পেতে দেয়া যায়!
কতটুকু ঘৃণা জন্মালে মনের কনে, সালফিউরিক এসিডের মতো ,
শত্রুর মুখে থু থু নিক্ষেপ করা যায় ,
মৃত্যুকে আলিঙ্গন করে- আবু সাঈদ!
তুমি আবার নতুন করে শেখালে, পুরো জাতিকে।
এ জাতি তার গৌরবগাঁথা ইতিহাস ভুলে গেছে।
এ জাতি অন্যায়ের প্রতিবাদ ভুলে গেছে।
এ জাতি লড়াই করে বাঁচতে ভুলে গেছে।
তুমি দেখেছিলে বিবেকের লণ্ঠন জ্বেলে,
কোটার নামে একটি গনতন্ত্র রাষ্ট্রের বৈষম্য, সুবিধাভোগী রাজনীতি,
বিবেকহীনদের কি বিভৎস লুন্ঠন!
মাথার উপর তেজস্ক্রিয় সূর্য জ্বলছে ,
হঠাৎ তোমার বুকের আস্তিনে নেমে এলো।
তুমি ভুলে গেলে ঈশ্বর ক্ষুদার্ত!
তোমার বুক থেকে মূহুর্তে মুছে গেল অনাহারি কতোগুলো চোখ।
তোমার কানে বজ্র পাতের মতো বাজতে লাগলো
ভোরের পাখি হত্যাকারী ,
একবিংশ শব্দীর দজ্জাল, হিংস্র রাষ্ট্র প্রধানের দেয়া শ্রেষ্ঠ উপহার,
তোমার কপালে রাজটিকার মতো জ্বলজ্বল করে উঠলো।
তুমি গগন বিদারী হুৎকার দিয়ে চিৎকার করে বলে উঠলে ,
তুমি কে, আমি কে, রাজাকার- রাজাকার!
তুমি আবার নতুন করে শেখালে পুরো জাতিকে,
কিভাবে রক্ত দিয় বাঁচতে হয়, বাঁচতে হয় দেশ ও জাতিকে।
সমুন্নত রাখতে হয় স্বাধীন বাংলার জাতীয় পতাকার।
তোমাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আবু সাঈদ,
জুজুর ভয়ে আড়ষ্ট জাতিকে পুনরায় জাগ্রত করা।
তারিখ: ১৭/০৭/২০২৪ইং ।