কবি শেখ মনিরুজ্জামান (শাওন)-এর ‘যে সমুদ্রে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন:
প্রধান অতিথি: বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান (একুশে পদক ও স্বাধীনতা প্রদকপ্রাপ্ত)
প্রধান আলোচক: কবি রেজাউদ্দিন স্টালিন (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত)
উদ্বোধক: ঊনসত্তরের গণঅভ্যুত্থানের লড়াকু সৈনিক, সাবেক সাংসদ কবি সামসুদ্দোহা
আলোচক: কবি আমিনুল ইসলাম, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ
বিশেষ অতিথি: ফজলুল কবির (ব্যবস্থাপনা পরিচালক, ভারটেক্স লিফট্স লিঃ), কবি ও কথাসাহিত্যিক সাঈদা আজিজ চৌধুরী
সভাপতিত্বে: আবুল খায়ের (কর্ণধার, প্রতিবিম্ব প্রকাশ)
সঞ্চালনায়: অ্যাডভোকেট শিমুল পারভীন (কবি, বাচিকশিল্পী)
সময়: বিকেল সাড়ে চারটা; তারিখ: ৩০ জানুয়ারি ২০২৫
ভেন্যু: প্যান ডি এশিয়া (৫ম তলা, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০)
প্রয়োজনে: ০১৭১৫৩৬৩০৭৯
____________________
সৃজনশীল লেখকের ঠিকানা:
________
প্রতিবিম্ব প্রকাশ
অফিস/শো-রুম:
বাড়ি ১১, সড়ক ০৩, সেক্টর ৬, উত্তরা, ঢাকা-১২৩০।
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯
ইমেইল: info@protibimboprokash.com
পেইজ: প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash
ওয়েব: www.protibimboprokash.com
ওয়েব: www.dainikprotibimbo.com